কুষ্টিয়ার মিরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে রমজান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চিথলিয়া ইউনয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘চিথলিয়া ইউনয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় প্রতিবেশী ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে রমজান আলী। এ সময় স্থানীয়রা জানতে পেরে তাকে গণপিটুনি দেয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসি।’
তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।