ঝড়ে লালমনিরহাটের ৪ ইউনিয়ন লন্ডভন্ড, নিহত ১

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-28 16:52:15

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪ ইউনিয়নে ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আলেজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) ভোররাতে এ ঝড় হয়। ঝড়ে ৪ ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম।

নিহত আলেজা বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে প্রথমে ঝড় শুরু হয়। পরে একে একে পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে হানা দেয়। এতে অনেক বাড়িঘরসহ গাছপালা উপড়ে যায়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম সাত্তার ঝড়ে লন্ডভন্ড এলাকাগুলো পরিদর্শন করেছেন।

লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এডিসি (রাজস্ব) আহসান হাবীব বলেন, ‘পাটগ্রামে ঝড়ের আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’

এ সম্পর্কিত আরও খবর