কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিমা খাতুন (৩০) নামে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার পদ্মা নদীর পূর্বপাশের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসিমা খাতুন দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ইসলামের স্ত্রী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, সকালে পদ্মা নদীর পূর্বপাশের মাঠের মধ্যে বোরকা পড়া অবস্থায় এক নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই নারীর পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে। পরিবারের কাছ থেকে জানতে পারি- তিনি সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।