বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে রাতুল সিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দিনগত গভীর রাতে তাকে বরগুনা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন।
এ পর্যন্ত এজাহার ভুক্ত গ্রেফতার ৫ এবং জড়িত সন্দেহ আটক ৬ জন মিলে এই হত্যা মামলায় মোট ১১ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গত ২ জুন বন্দুকযুদ্ধে নিহত হয় মামলার প্রধান আসামী নয়ন বন্ড।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।