কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার ব্যবহৃত সরকারি গাড়িটি বন্ধ থাকলেও সেটি ব্যবহার ও মেরামত বাবদ ভুয়া বিল-ভাউচার করে লাখ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে দুদক এর সত্যতা পেয়েছে।
বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
দুদক সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, কুষ্টিয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহারের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অভিযানে আমরা এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাই।
খাতাপত্র দেখে মনে হয়েছে, ওই কর্মকর্তার দাপ্তরিক গাড়িটি এপ্রিল মাস থেকে বন্ধ থাকলেও গাড়িটি ব্যবহার এবং মেরামত বাবদ ভুয়া বিল–ভাউচার ব্যবহার করে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অর্থের বেআইনিভাবে আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।