কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালু উত্তোলনের সময় নৌকা ডুবে লিটন ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে পদ্মা নদী পাবনা সীমান্ত এলাকার তারাপুর চরে এ ঘটনা ঘটে।
বেঁচে ফেরা সজল নাামের এক নৌকার মাঝি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘রানাখড়িয়া ঘাটের বসুন্ধরা এন্টারপ্রাইজের নৌকায় করে আমরা তারাপুর চরে বালি উত্তোলন করছিলাম। হঠাৎ নৌকা একদিকে কাত হয়ে নদীর স্রোতে ডুবে যায়। এ সময় ইঞ্জিনের কাছে থাকা লিটন পানিতে ডুবে মারা যায়। আমরা বাকি তিনিজন সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যাই। পরে স্থানীয়দের সহায়তায় আমরা তার মরদেহ উদ্ধার করি।’
নিহত লিটন বগুড়ায় বাসিন্দা হলেও তিনি তালবাড়ীয়া রানাখড়িয়া এলাকায় নানির বাড়িতে থেকে নৌকার ইঞ্জিনের কাজ করতেন।
তালবাড়ীয়া ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।