কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে উজ্জ্বল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোরস্থানপাড়া এলাকার ছাদেক আলীর ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির জানান, আজ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সড়কে কিছু পানি জমে পিচ্ছিল হয়ে ছিল। দুপুরের দিকে উজ্জ্বল হোসেন আল্লারদর্গা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।