বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের আসামি নাজমুল হাসান ও সাগর পাঁচদিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর অভিযুক্ত সাইমুনকে ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন বিচারক।
শুক্রবার (৫ জুলাই) রাত ৯টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বার্তা২৪.কম-কে জানান, রিফাত হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে নাজমুল ও সাগর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। অপর অভিযুক্ত সাইমুনকে ফের পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেন নয়ন বন্ড, রিফাত ফরাজী, রিশান ফরাজীসহ অন্যান্যরা। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।