পঞ্চগড়ের সরকারি দফতরগুলোর বিরুদ্ধে বিভিন্ন হয়রানি, অনিয়ম ও সেবা নিতে দুর্ভোগের অভিযোগ জানতে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
এতে জেলার বিভিন্ন স্তরের মানুষ তাদের অভিযোগ দাখিল করলে অভিযোগের সাপেক্ষে অভিযুক্ত সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্মকর্তাদের জনসম্মুখে তাদের বিষয় উপস্থাপন শেষে তা তদন্তের নির্দেশ দেয় দুদক।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সরকারি অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে মোট ৮২টি অভিযোগ উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা দুদকের পরিচালক মো. নাসিম, দুদক রংপুর বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকের প্রমুখ।