পঞ্চগড় সদর উপজেলার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ মরিয়ম আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, সোমবার (১লা জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ মরিয়ম আক্তারকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, মরিয়ম আক্তার ওই এলাকার সুজন আলীর স্ত্রী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে গোপনে মাদক বিক্রির সাথে জড়িত ছিল।