কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে ‘কুষ্টিয়া ক্লাব’ গঠন করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।
শুক্রবার (২৮ জুন) বিকেলে কুষ্টিয়ার দিশা টাওয়ারে কুষ্টিয়া ক্লাবের উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার), কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রোভিসি ড. শাহিনুর রহমান ও ট্রেজারার ড. সেলিম তোহা, কুষ্টিয়া বিঞ্জ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা।
সবার উপস্থিতিতে দুই বছর মেয়াদে কুষ্টিয়া ক্লাবের কমিটি ঘোষণা করেন হানিফ।
নবাগত কমিটির সভাপতি হলেন হাজী রবিউল ইসলাম (কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি), সহ-সভাপতি মো: হালিমুজ্জামান ও শামসুল ওয়াসে (বিশিষ্ট ব্যবসায়ী), সাধারণ সম্পাদক অজয় সুরেকা (বিশিষ্ট ব্যবসায়ী), কোষাধক্ষ্য এহসানুল হক লাল বাবু (ব্যবসায়ী)। এছাড়াও ১৭ জন বিশিষ্ট ব্যক্তি কমিটির সদস্য নির্বাচিত হন।