বরগুনায় দিনে-দুপুরে কুপিয়ে নিহত হওয়া শাহনেওয়াজ রিফাত শরীফের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সর্বস্তরের হাজার হাজার মানুষ এতে অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ির সামনের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রিফাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, রিফাত হত্যার বিচার পাওয়ার জন্য আমরা রাজপথে নামব। এদেশে আর কোনো রিফাতের জীবন এভাবে যেতে দেওয়া হবে না।