কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ জুন) সকালে রাস্তায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ঐ ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি