বরগুনার পাথরঘাটায় সাবেক স্বামীর দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ সেই শাজেনূর বেগম (৩০) মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন গভীর রাতে শাজেনূর বেগম ও তার মেয়ে ঘরে থাকা অবস্থায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় সাবেক স্বামী বেলাল। এ ঘটনায় মেয়ে সকিনা ঘটনাস্থলেই মারা যায় এবং শাজেনূর বেগমের শরীর ৮০ ভাগ পুড়ে যায়।
এ অবস্থায় শাজেনূর বেগমকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন:সাবেক স্ত্রীর ঘরে আগুন, পুড়ে মরল মেয়ে, অতঃপর আত্মহত্যা