কুষ্টিয়ায় ২৫ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়বাজার এলাকার বস্তাপট্টি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—শহরের আকবর শেখের ছেলে ঝন্টু (৪০), মৃত নাজিমের ছেলে রফিকুল (৩৭), মৃত হাশেম শেখের ছেলে দেলোয়ার (৫৫) ও মৃত মওজালি হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে কুষ্টিয়ায় জাল নোটের ব্যবসা করে আসছে একটি চক্র। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের বড়বাজার বস্তাপট্টি এলাকায় জাল টাকার লেনদেন হচ্ছে—এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। এ সময় ২৫ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করতে সক্ষম হই।
আটকরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি নাসির উদ্দিন।