কুষ্টিয়ার মিরপুরে রেলব্রিজের উপরে ট্রেনে কাটা পড়ে কুলসুম (৪৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জনি আলী লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে মিরপুর উপজেলার পশুহাট সংলগ্ন রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, নিহত কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনেই মিরপুর বাজারের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালের দিকে তারা নতুন বাসা খোঁজার জন্য রেলব্রিজের দিকে যান। রেললাইন দিয়ে হাঁটার সময় ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলে আসে। অবস্থা বেগতিক দেখে জনি আলী প্রাণ রক্ষায় নিচে ঝাঁপ দিয়ে গার্ডারে আশ্রয় নেন। অন্যদিকে জনির স্ত্রী কুলসুম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।