ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার থানার ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে বাস-ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ট্রাকের চালক আবু বকর (৪০) ও তার সহকারী মাসুম হাওলাদার (৪২)।
এ ঘটনায় অন্তত ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত দুইজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তারা দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।
বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান এবং বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।
ডাসার থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।'