জয়পুরহাটে মাইক্রোবাসের ধাক্কায় সন্তুস (৪৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তুস পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের পূর্ণচন্দ্রের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাজার করার জন্য শিমুলতলী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে শিমুলতলী এলাকায় রাস্তা পারাপারের সময় জয়পুরহাটগামী একটি মাইক্রোবাস সন্তুসকে ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় সন্তুসের মৃত্যু হয়।