কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ শাহিন আলম (৩১) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) দিবাগত রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ পূর্বব্রিজপাড়া মোল্লাতেঘড়িয়ার জিকে ক্যানেলের পাশ থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক শাহিন আলম সদর উপজেলার বটতৈল মিলপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পূর্বব্রিজপাড়া মোল্লাতেঘড়িয়ার জিকে ক্যানেলের পাশে একদল ডাকাত অস্ত্র ও গুলি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
তিনি আরও বলেন, আটককৃত শাহিন আলমের বিরুদ্ধে পূর্বের অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
শাহিন আলম ডাকাত দলের একজন সক্রিয় সদস্য এবং কুষ্টিয়াসহ কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকায় মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত রয়েছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।