পঞ্চগড়ের সদর উপজেলায় পানিতে ডুবে সজিব মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) বিকেল ৩টায় লটকন ফল পাড়তে গিয়ে বাড়ির পাশে একটি পানির ড্রেনের পড়ে শিশু সজিব মিয়ার মৃত্যু হয় ৷
জানা যায়, নিহত শিশু জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবী জাদু এলাকার লাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সজিব মিয়া বাড়ি পাশে একটি লটকন গাছে ফল পাড়ার সময় হঠাৎ লটকন পানিতে পড়ে গেলে তা তোলার সময় পানিতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজার পর বাড়ির পাশে একটি পানির ড্রেনে তাকে পাওয়া।
এদিকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বার্তা২৪.কম-কে বলেন, 'সজিব নামে এক শিশুর পানিতে পড়ে মৃত্যু খবর শুনে তার বাড়িতে দেখতে যাই আমি এবং থানায় বিষয়টি অবগত করি।'
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ বার্তা২৪.কম-কে হাড়িভাসা এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।