পটুয়াখালী-আমতলী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে মানিকঝুড়ি নামক স্থানে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত জয়নাল মোল্লা (৬০) আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।
উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের জয়নাল মোল্লা সকালে বাজারের উদ্দেশ্যে মানিকঝুঁড়ি যান। বাজার শেষে ওই স্ট্যান্ডের মহাসড়ক পার হওয়ার মুহূর্তে কলাপাড়া থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। বরিশাল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনা প্রসঙ্গে আমতলী থানার ওসি মো. আবুল বাশার বার্তা২৪.কমকে বলেন, ‘ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’