কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোকাদ্দেস আলী (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনে করে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফ্ফারা তাসনীন বার্তা২৪.কমকে বলেন, ‘বুধবার দুপুরের দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী ছেড়ে যাওয়া পদ্মা-গড়াই পরিবহনের যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব ১১ ৪৮৪৪) বাস খোকসার শিমুলিয়া গ্রামের কাছে খাদে পড়ে যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে মোকাদ্দেস আলী নামের এক যাত্রী হাসপাতালে মারা যান।
নিহত মোকাদ্দেস আলী খোকসার কমলাপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।