পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে দেশের চতুর্থ দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ-ভারতের সঙ্গে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে গত ১ জুন হতে ৯ জুন পর্যন্ত মোট ৯দিন সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক ছিল।
এ বিষয়ে স্থলবন্দর আমদানি রফতানিকারক এসোসিয়েশন সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বার্তা২৪.কমকে জানান, ‘ঈদ উপলক্ষে গত ১ জুন (শনিবার) থেকে ৯ জুন (রোববার) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ১০ জুন (সোমবার) থেকে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানি -রফতানি কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।’