কুষ্টিয়ার জুগিয়া পাথরগাদীর মোড়ে বাসচাপায় মোটরসাইকেল ও ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন-কুষ্টিয়া সদরের মঙ্গলবাড়িয়া বাজার এলাকার ব্যাটারি চালিত ইজিবাইক চালক কাবিল শেখ, মিরপুর উপজেলার নিমতলা এলাকার একামতের ছেলে হোসাইন (২০), বারখাদা ত্রিমোহনী এলাকার আলমের মেয়ে রিংকি (২৩), চাঁদগ্রাম এলাকার আরফানের ছেলে সিয়াম (১২) ও একই এলাকার ওসমানের ছেলে রুবেল (২৫)।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ বার্তা২৪.কমকে বলেন, রাতে কুষ্টিয়া থেকে ভেড়ামারাগামী একটি মোটরসাইকেল একটি ইজিবাইককে অতিক্রম করতে গেলে দু’টি যানবাহনই বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল ও ইজিবাইকের পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।