চিকিৎসকরা মানুষকে সরাসরি সেবা দিয়ে থাকেন। দুনিয়ায় জীবন-জীবিকার জন্য নানা পেশা থাকলেও মানুষকে সেবা করার সবচেয়ে বেশি সুযোগ আছে শুধু চিকিৎসকদের। কাজেই সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের পেশা চর্চা করতে হবে। মনে রাখতে হবে, এ পেশার মর্যাদার কথা।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে দেশের বিভিন্ন স্থানে কর্মরত কুষ্টিয়ার চিকিৎসকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ কুষ্টিয়া এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
কমিশন বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, টাকা নয়-সেবার মনোভাব নিয়ে চিকিৎসা দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি নিজেকে আগে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক চিকিৎসকদের নিজ গ্রামে মাসে অন্তত একদিন ফ্রি মেডিকেল ক্যাম্প করার প্রয়োজনীয়তার কথাও পুনর্মিলনীতে আলোচনা হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আমিনুল হক রতন।
সংগঠনের সভাপতি ডাঃ চঞ্চল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শাফায়েত মুহম্মদ শান্তনু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদি, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, মাজহারুল হক সুমন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক চিকিৎসক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৪ সালে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ কুষ্টিয়া গঠন করা হয়। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো- কুষ্টিয়ার শিক্ষার্থীদের মধ্যে যারা মেডিকেলে ভর্তি হবে তাদের সর্বাত্মক সহায়তা করা এবং চিকিৎসকদের মাঝে ঐক্য গড়ে তোলা।