বরগুনার বেতাগী উপজেলায় বজ্রপাতে কামাল মৃধা (৪২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) দুপুর দেড়টায় উপজেলার সরিষামুড়ির ভোড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কামাল মৃধা সরিষামুড়ি ইউনিয়নে মো. মকবুল মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ক্ষেতে গরু চড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এ সময় ক্ষেত থেকে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেন ৩ মাস পূর্বে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন। ঈদ শেষে মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল তার।