বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঝড়ো বাতাস বইতে শুরু করলে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করার নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ইনচার্জ আক্তার হোসেন বলেন, আকাশে ঘন মেঘ ও ঝড়ো বাতাস থাকায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।