কুষ্টিয়ায় ধান ওড়ানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রিয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলের দিকে খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া খাতুন হাসিমপুর গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, দুপুর থেকে ফ্যানের বাতাসে ধান ওড়াচ্ছিলেন রিয়া খাতুন। এ সময় অসাবধানতাবশত পায়ের সঙ্গে বিদ্যুতের তার স্পর্শ করলে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।