কুষ্টিয়ায় নারকেল গাছ থেকে পড়ে মো. সুরুজ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ বোয়ারদাহের রশিদ মোড় এলাকার ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সদস্য আব্দুর রশিদ জানান, সুরুজ তার দাদির বাড়িতে গাছে উঠে নারকেল পাড়তে গেলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।