দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট। আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। শুধু পাইকারি নয়, এই হাটে খুচরাও বিক্রি বেড়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলোতে বেচাবিক্রি চলে।
জানা গেছে, দামে সাশ্রয়ী হওয়ায় কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষ এই হাটে কাপড় কিনতে আসেন। এছাড়া পাইকারি বাজার হওয়ায় আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরাও আসেন এখানে। এই হাটে গজ কাপড়, থান কাপড়, পাঞ্জাবির কাপড়, থ্রিপিচ, শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোর্ট, প্যান্ট ও শার্টের পিচ, লুঙ্গি, রেডিমেট পোশাক পাওয়া যায়। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার পোড়াদহ কাপড়ের হাট বসে। এই হাটে প্রায় ২ হাজার দোকান আছে।
পোড়াদহ বাজারের ভরসা বস্ত্রালয়ের মালিক মাহমুদা খানম রত্না বার্তা২৪.কম-কে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার মানুষের ভীড় একটু বেশি। আর বেচাবিক্রিও ভালো। এবছর ঢাকায় মসলিন, মিরপুরের কাতান ও গাউনের অনেক চাহিদা। এখানে আড়াই হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকায় গাউন এবং ঢাকায় মসলিন শাড়ি বিক্রি হচ্ছে চার হাজার টাকায়। এছাড়াও মিরপুরের কাতান শাড়ি সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।
পোড়াদহ বাজারের সবচেয়ে বড় শাড়ি, থ্রিপিস, শার্ট পিস, পাঞ্জাবির মোকাম অঙ্গশোভায় গিয়ে দেখা গেছে, দোকানে প্রচণ্ড ভিড়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান থেকে ঈদের কেনাকাটা করতে আসা আব্দুল মজিদ বার্তা২৪.কম-কে বলেন, ‘পোড়াদহ কাপড়ের হাটে কেনাকাটা করার মজাই আলাদা। আমি প্রতিবছর পরিবারের জন্য এখান থেকেই কেনাকাটা করি।’
জাকাতের কাপড় কিনতে আসা ইয়াসিন আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘দামে সাশ্রয়ী হওয়ায় আমি এখান থেকে কাপড় কিনি।’
মেহেরপুর থেকে আসা পাইকারি কাপড় ব্যবসায়ী সাব্বির ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা এখান থেকে পাইকারি কাপড় কিনি। কম দামে বেশ ভালো কাপড় পাওয়া যায়।’
সেতু গার্মেন্টসের মালিক আমজাদ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো হাওয়ায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) ফারজানা শরীফ বার্তা২৪.কম-কে বলেন, ‘পোড়াদহ হাটে পুলিশের টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়াও ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।’