অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২০ মাস কারাভোগের পর নিজ দেশে ফিরে গেলেন ভারতের নাগরিক চরণ সিং (৫০)। চরণ সিং উত্তর প্রদেশের বারেইলী জেলার বাচাই থানার ওমরবাড়ি গ্রামের রাম সিং এর ছেলে
মঙ্গলবার (২8 মে) বেলা ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবীর বার্তা২৪.কম-কে জানান, চরণ সিং ২০১৭ সালে হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়। তারপর থেকে তিনি দিনাজপুর কারাগারে আটক ছিলেন। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত পাঠানো হয়েছে।