কাতারে সড়ক দুর্ঘটনায় আকতারুজ্জামান জুয়েল (৫৫) নামে প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি বরগুনা জেলায়। মঙ্গলবার (২৭ মে) দুপুর কাতারে এ দুর্ঘটনাটি ঘটে।
আকতারুজ্জামান জুয়েল বরগুনা জেলার সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজ রোড এলাকার বসিন্দা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে গাড়ি চালানোর সময় সড়কে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে জুয়েল গুরুতর আহত হন।
পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে জুয়েলের লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।