মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে বাড়ির গেট ভেঙে রাবেয়া খাতুন (৫০) নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি। রাবেয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়ির সামনে নতুন গেট নির্মাণ করেছেন করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার প্রয়াত পুলিশ সদস্য ওসমানের স্ত্রী রাবেয়া খাতুন। আজ ভোরে ওই গেট দিয়ে বাড়ির বাইরে যাচ্ছিলেন তিনি। এ সময় আকস্মিক গেট ভেঙে পড়ে তার ওপরে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে নেয়। তবে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।