এ বছর এসএসসি পরীক্ষায় বাগেরহাটের মংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়েছে দৃষ্টি প্রতিবন্ধী মুন্নি শেখ। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। কিন্তু বাধা পরিবারের দারিদ্রতা।
জানা গেছে, বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা দিনমজুর জাফর শেখের বড় সন্তান মুন্নি। দুই সন্তান নিয়ে ওই গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন জাফর। শিশু শ্রেণিতে পড়া অবস্থায় সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বাম চোখের দৃষ্টি হারায় মুন্নি। সেই থেকেই চোখের চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব হয়েছে তার পরিবার। ফলে আর্থিক অনাটনে এখন মুন্নির পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও জানা গেছে, সম্প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর মেয়ের লেখা পড়ার ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা মুন্নির বাবা-মা। মেয়েকে কোথায় ভর্তি করাবেন, টাকা পাবেন কোথায় বা ভর্তির পর শিক্ষা জীবনের ব্যয় কিভাবে মেটাবেন- এসব নিয়ে চিন্তিত তারা। মুন্নি’র ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
মুন্নি’র মা হোসনে আরা বেগম বার্তা২৪.কম-কে বলেন, ‘মেয়ের বাঁ চোখের চিকিৎসা করাতে গিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। তারপরও চোখ ভালো হয়নি। এমনকি এখন ডান চোখেও ব্যথা হয়। ফলে লেখাপড়া করতে তার খুব কষ্ট হচ্ছে। এতো কষ্টের মধ্যে মেয়ের পরীক্ষার ভালো ফলাফল ক্ষণিকের জন্য আনন্দ দিলেও হতাশা এখনও পিছু ছাড়েনি।’
এমন অবস্থায় মুন্নির স্বপ্ন পূরণে সমাজের বিত্তশালীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার বাবা-মা।