কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিচাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালের দিকে মিরপুর-দৌলতপুর সড়কের চুনিয়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন দৌলতপুর উপজেলার চুনিয়ামোড় গ্রামের মান্নু সরদারের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালের দিকে মিরপুর-দৌলতপুর সড়কের চুনিয়ামোড় এলাকায় দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার পুকুর খননের মাটি স্থানান্তরের সময় ইটভাটায় যাওয়ার সময় দ্রুতগামী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিটি জহুরা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনার পর ঘাতক ট্রলিচালক দ্রুত গতিতে পালিয়ে যায়।