মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গোপালগঞ্জের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রমজান উপলক্ষে জেলার সদর উপজেলার তালা বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা প্রদান করেন।
তিনি বলেন, 'গোপালগঞ্জ সদর উপজেলার তালা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নাঈম ষ্টোরকে তিন হাজার, জিম ষ্টোরকে তিন হাজার ও মশিউর ষ্টোরকে দুই হাজার ৫০০ টাকা সর্বমোট আট হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রমজানে ক্রেতাদের কাছে সঠিক পণ্য তুলে দেয়ার জন্য আগামীতেও এ অভিযান চালানো হবে।