কুষ্টিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭০০ জন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকালে কুষ্টিয়ার খাজানগরে হাজী হাসেম ও গোলবাহার নেছা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, হাজী হাসেম ও গোলবাহার নেছা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জামসের আলী, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।