অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, প্যাকেটের উপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার অপরাধে কুষ্টিয়ায় একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সঙ্গে কারখানার বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের মেডিকেল কলেজের সম্মুখে নিউ রুচি আইসবার কারখানায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
এ সময় তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, প্যাকেটের উপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার অপরাধে কুষ্টিয়ার নিউ রুচি আইসবারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা এবং ৪৪ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনেসপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।