সুন্দরবনে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের র্যাব-৬ এর সঙ্গে বনদস্যুর 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটেছে। এই 'বন্দুকযুদ্ধে' তিন দস্যু নিহত হয়েছেন। এছাড়া দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
নিহত বনদস্যুরা হলেন- বাহিনী প্রধান পান্না ওরফে রানা (২৮), জুলহাস (৩২) ও কামরুজ্জামান (৩৯)। আহত র্যাব সদস্যরা হলেন- আসিফ ইকবাল (৩০) ও আব্রাহাম লিংকন (৩২)।
সোমবার (৬ মে) সকাল ৭টার দিকে সুন্দরবনের পশুর নদীর খন্তা-কদাইল্লা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা শেষে পৌনে ১০টার দিকে এ বন্দুকযুদ্ধ শেষ হয়।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো: শামীম সরকার বলেন, 'বন্দুকযুদ্ধে তিন দস্যু গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদেরকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।'
এছাড়া দুইজন র্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।