সুন্দরবনে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের র্যাব-৬ এর সঙ্গে একদল বনদস্যুর 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটেছে। এই 'বন্দুকযুদ্ধে' তিন দস্যু গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার (৬ মে) সকাল ৭টার দিকে সুন্দরবনের পশুর নদীর খন্তা-কদাইল্লা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
গুলিবিদ্ধ দস্যুদেরকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো: শামীম সরকার বলেন, 'সকাল ৭টার দিকে শুরু হওয়া বন্দুকযুদ্ধ চলে পৌনে ১০টা পর্যন্ত।' তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ দস্যুদের নাম ঠিকানা জানাতে পারেননি র্যাব।