বাগেরহাট: বাগেরহাটের নওয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩ মে) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভেল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বার্তা২৪.কমকে বলেন, সকালে টাউন নওয়াপাড়ায় দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় খুলনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এসময় আহত হন আরও এক যাত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।