প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘণ্টায় ঘণ্টায় পাল্টাছে গতিপথ। জলোচ্ছ্বাসের পূর্বাভাস সম্পর্কিত আন্তর্জাতিক একটি ওয়েবসাইট ফণী’র কেন্দ্রস্থল হিসেবে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহকে উল্লেখ করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত ঘেঁষা কুষ্টিয়া, মেহেরপুরসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার মানুষের মধ্যে।
প্রলয়ংকারী ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনে কলকাতার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে দেশের সমূদ্র অঞ্চলের পাশাপাশি ভারত ষেঁঘা মেহেরপুরসহ আশপাশের জেলায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি মাথায় নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ মে) বিকেল পাঁচটায় এক জরুরি সভা করে কুষ্টিয়া জেলা প্রশাসন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে এ সময় বিভিন্ন দফতরের প্রধানরা, ত্রাণ কর্মকর্তাসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফুল ইসলাম জানান, জরুরি বৈঠকে কুষ্টিয়ার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার দফতর প্রধানদের ছুটির দিনে ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। তারা যেন কর্মস্থলে থাকেন সে নির্দেশ দেন এবং ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, কুষ্টিয়ার চাষিদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে। এখন মাঠভরা বোরো ধান পাকতে শুরু করেছে। কয়েকদিন পর থেকেই পুরোদমে ধান কাটা শুরু হবে। এমন অবস্থায় ঘূর্ণিঝড় আঘাত হানলে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।