দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ কারণে এখানে কমেছে পেঁয়াজের দাম। রমজান মাসকে সামনে রেখে এই পেঁয়াজের আমদানি বেড়েছে।
দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ২ থেকে ৩ টাকা। দুই দিন আগে বন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হতো ১২ থেকে ১৬ টাকা। মঙ্গলবার (৩০ এপ্রিল) সেই পেঁয়াজ ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী বাবুল হোসেন দাম কমার কারণ হিসেবে বার্তা২৪.কমকে জানান, রমজান মাসকে সামনে রেখে আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে। এতে পেঁয়াজের চাহিদা কমেছে। তাই প্রকারভেদে কেজি প্রতি দুই থেকে তিন টাকা কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
হিলি কাস্টমস বার্তা২৪.কমকে জানায়, চলতি সপ্তাহে ভারত থেকে ৯৯ ট্রাকে ২ হাজার ৫শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।