ইয়াবাসহ সাবেক শিক্ষক আটক

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মেহেরপুর বার্তা২৪.কম | 2023-08-26 21:40:32

মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রদিপ্ত কুমার সাহা ওরফে সজল নামে এক ব্যক্তিকে ৪০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক সজল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার গোপাল সাহার ছেলে।

জানা গেছে, সজল মে‌হেরপুর সদর উপ‌জেলার চকশ্যামনগর প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বিদ্যালয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে বেশ কিছুদিন আগে চাকরিচ্যুত হন তিনি। চাকরিচ্যুত হওয়ার পর বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দ্বারা জানান, কামদেবপুর গ্রামের মিয়ারুলের বাড়িতে ইয়াবা ক্রেতা সেজে অভিযান চালায় এএসআই হাসান শাহরিয়ারসহ পুলিশের একটি দল। এ সময় সেখানে ইয়াবা কেনাবেচা চলছিল। পুলিশের পরিচয় টের পেয়ে বাড়ির মালিক মিয়ারুল ও একজন অজ্ঞাত ক্রেতা পালিয়ে যায়। পরে ৪০ পিস ইয়াবাসহ সজলকে আটক করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর