কুষ্টিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে ভূমি বিষয়ক মৌলিক ক্লাস ‘ভূমি-বার্তা’। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্লাস নেন। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখতে পারে।
কুষ্টিয়া জিলা স্কুলের স্কাউট দলসহ অন্যান্য শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং বিভিন্ন বিদ্যালয়ে পৌনে এক ঘণ্টা করে ক্লাস নেন এই সহকারী কমিশনার। সেখানে শিক্ষার্থীরা মৌজা, দাগ নম্বর, খতিয়ান, দাখিলা, ভূমি উন্নয়ন কর, নামজারিসহ ভূমি বিষয়ক নানা বিষয়ে ধারণা লাভ করেন। এ সময় তাদের সামনে খতিয়ান, দলিল, মৌজা ম্যাপ, দাখিলা, ওয়ারিশ সনদসহ যাবতীয় সরকারি ডকুমেন্টের নমুনা কপি উপস্থাপন করা হয়। একই সঙ্গে তারা নামজারি ও জমাখারিজের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেয়। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর এবং সমাধান দেওয়া হয়।
কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমি যখন অন্য উপজেলায় ছিলাম তখন এই উদ্যোগ গ্রহণ করেছিলাম। এর ফলে শিক্ষার্থীরা জমি সম্পর্কে জানতে ও বুঝতে পারছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে সদর উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে। সাড়া পেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মাঝেও সমজাতীয় প্রোগ্রামের আয়োজন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সাধারণ মানুষ যেন ভূমি সেবার বিষয়ে ধারণা রাখেন, সচেতন হবেন। যাতে জমির দালাল-প্রতারক চক্রের অবসান হয়।’