মেহেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ফজরের নামাজের পর ইজতেমা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করেছে মেহেরপুর জেলা মার্কাজ।
তবলিগ জামায়াতের মেহেরপুর জেলার মুরব্বিরা জানান, মাগরিবের নামাজের পর মূল বয়ান শুরু হয়েছে। ইতোমধ্যে আশেপাশের জেলা থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন। তাদের জন্য ইজতেমা প্রাঙ্গনে পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া মুসল্লিদের অবস্থানের জন্য সামিয়ানা টাঙানো হয়েছে।
জানা গেছে, ইজতেমায় জিম্মাদারের দায়িত্বে থাকবেন মেহেরপুর জেলা তাবলীগ মার্কাজের সূরা সদস্য মো. হামিদুর রহমান এবং বয়ান পরিবেশন করবেন ঢাকার কাকরাইল মসজিদের বক্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামি চিন্তাবিদগণ।
আগামী ২৭ এপ্রিল শনিবার জোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।