পল্লী বিদ্যুতের সংযোগ না নিলেও প্রতিমাসে মোবাইলে বিদুৎ বিলের এসএমএস আসছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত। রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ অভিযোগ করেন।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে গত এক বছর ধরে পল্লী বিদ্যুতের বিল আসছে। এ নিয়ে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সভায় উপস্থিত বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দেও একই অভিযোগ করেন। ইউএনও জানান, তার সরকারি মোবাইল নম্বরে প্রতিমাসে প্রায় বারো হাজার টাকার পল্লীবিদুতের বিল আসছে। কিন্তু ইউএনওর নামের বিপরীতে কোনো বিদ্যুতের সংযোগ নেই।
সভায় উপস্থিত আরও একাধিক ব্যক্তি এ অভিযোগ করেন।
এসময় জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত পল্লী বিদ্যুতের ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী এম এ সাইদ বলেন, 'যেসব নম্বর থেকে বিদ্যুৎ বিলের এসএমএস আসছে সে সব তথ্য নিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখব।