স্কুল থেকে বাড়ি ফেরার পথে বরগুনার বেতাগীতে বাসের চাপায় পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল পূর্ব বুড়া মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রবিউল। এ সময় অনামিকা পরিবহনের একটি বাস বরগুনা থেকে বেতাগী যাওয়ার পথে পেছন দিক থেকে চাপা দেয় রবিউলকে।
তিনি আরও বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎস্যক মৃত ঘোষণা করেন। পরে বাসটিকে আটক করে পুলিশ। নিহত রবিউল বুড়ামজুমদার এলাকার জাহাঙ্গীর ফকিরের ছেলে।’