মেহেরপুরে গাংনীতে গলায় বিস্কুট আটকে মিতা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে বিস্কুট খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মৃত মিতা গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের সমিরন মণ্ডল মিলনের মেয়ে। সমিরন মণ্ডল মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মিতা বাড়িতে বসে বিস্কুট খাচ্ছিল। এক পর্যায়ে গলায় বিস্কুট আটকে গেলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, হাসপাতালে আনার আগেই মিতার মৃত্যু হয়েছে।