মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের জাহিরুল ইসলামের বাড়ি থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এটি বোমা সদৃশ বস্তু। তবে এলাকার মানুষ এমন বস্তুকে বোমা বলেই জানে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পুলিশ এই বোমাগুলো উদ্ধার করা হয়। তবে চাঁদা আদায়ে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমা রেখেছে বলে ধারণা এলাকাবাসীর। জাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে । এলাকার একজন ভুষি মালের বড় ব্যবসায়ী।
জানা গেছে, সাহারবাটি গ্রামের জাহিরুলের বাড়ির একটি ঘরে পাটকাঠির গাদার ওপর লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানার একটি দল ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে নিরাপদে নেয়।
তবে বোমার বিষয়ে মুখ খুলতে নারাজ ব্যবসায়ী জাহিরুল ইসলাম। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, 'বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'